লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের লিফলেট দিয়ে ডলি বেলায়েত রোটারী হাসপাতাল নামে একটি বে-সরকারী হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নিতে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর দুপুরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা এমন অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের বে-সরকারি প্রতিষ্ঠান বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছে যাচ্ছেন ও ডায়াবেটিস পরিক্ষার নামে ওই প্রতিষ্ঠানের লিফলেট হাতে ধরিয়ে দিচ্ছেন।
এ সময় চিকিৎসাসেবা নিতে আসা কয়েজন নারী-পুরুষ জানান, ‘উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কয়েকজন নারী বে-সরকারি বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের লিফলেট হাতে দিচ্ছে- যাতে লেখা রয়েছে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের সু-চিকিৎসা করা হয়।
লিফলেটগুলোতে গর্ভবতী মহিলাদের চিকিৎসা, কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, রক্তের বিভিন্ন পরীক্ষা, ইসিজি, অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আলট্রাসনোগ্রাম পরীক্ষা, মহিলা ও শিশু রোগের চিকিৎসা, স্তন ও জরায়ুর ক্যানসার ও সুলভ মুল্যে উন্নত মানের হাইজনিক কিট ও নবজাতকের কর্ড ক্লাম্প প্রভৃতি উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি চিকিৎসার জন্য বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালে যেতে বলা হয়েছে।
সরকারি স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা এই লিফলেট হাতে পেয়ে ইতস্তত বোধ করছিলেন।
জোংড়া ইউনিয়নের বাসিন্দা লিমন হোসেন ও বাউরা ইউনিয়নের বাসিন্দা রুবেল রানা বলেন, ‘আমরা চিকিৎসা সেবা নিতে হাসপাতালের ভিতরে যাই। এ সময় একটি লিফলেট দেন। এবং বিতরণকারীরা বিভিন্ন চিকিৎসাসেবা নিতে বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালে যেতে বলেন।
বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের পরিচালক রোটারিয়ান ডাঃ ফয়জা এলা কামালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। মোবাইল ফোনে কল দিলে কেটে দেন তিনি।
বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের সভাপতি ফয়সাল বেলায়েত হোসেন বলেন, সরকারী হাসপাতালে লিফলেট বিতরণ করার কথা না। আর এ বিষয় আমার জানা নেই।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম সাইফুল ইসলাম বলেন, বাউরা ডলি বেলায়েত হাসপাতালের কর্তৃপক্ষ) কিছু লোকের ব্লাড সুগার পরীক্ষা করতে চাযন। হাসপাতালে বিভিন্ন বে -সরকারী প্রতিষ্ঠান প্রোগ্রাম করে থাকে। রোটারী যেহেতু একটি প্রাইভেট এনজিও এজন্য অনুমতি দেওয়া হয়। ওনাদের লিফলেট দেওয়ার কথা ছিলনা। ব্লাড সুগার পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছিল। লিফলেট দেওয়ার জন্য নয়। আমি দেখছি বিষয়টা।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন, বে-সরকারি ক্লিনিক, ডায়াগনোস্টিক প্রেরণ করা হয়। এটা খুবই দুঃখজনক। বিষয়টি খোঁজ-খবর নিয়ে অব্যশই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হবে।
এন/রাতদিন