পাটগ্রামে ৩টি পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আগুনে পুড়েছে ৩ টি পরিবারের বসতবাড়ী। উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর সরকারটারী এলাকায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

রোববার, ২ ফেব্রুয়ারী গভীর রাতে ওই এলাকার মো. রাকিবুল ইসলাম সরকারের বসতবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে আগুন লাগে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গৃহকর্তা মো. রাকিবুল ইসলাম সরকার ও তার বাড়ীর দুই ভাড়াটে এনজিও কর্মী মো. আব্দুস সালাম, মো. রবিউল ইসলামের চার টি বসতঘর এসময় আগুনে পুড়ে যায়। মূহূর্তেই ছাই হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণ-অলংকার সহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

বাউরা ইউনিয়নের নবীনগর ইউপি সদস্য মো. মিজানুর রহমান বাবলু জানান, তিনি সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই ভিটায় তিনটি পরিবারের ৪টি ঘর সম্পুর্নরুপে ভস্মীভূত হয়েছে।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হামিদ জানান, এলাকাবাসীর সহায়তায় আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভানো হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এসকে/রাতদিন