দিনাজপুরের পার্বতীপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী যাত্রীবাহী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সাথে পিক আপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দু’জন গুরুতর ভাবে আহত হয়েছে।
আজ সোমবার , ১৪ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় পার্বতীপুর উপজেলার ঝাউপাড়ায় রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী যাত্রীবাহী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢোকার পথে ঝাউপাড়া নামক স্হানের রেলপথের লেভেল ক্রসিংয়ে ট্রেনটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এ সময় পিকাপটি রেলপথ অতিক্রম করার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পিকাপটি দুমড়ে মুচড়ে যায়।
পিকআপ ভ্যানের ড্রাইভার হেলপার ও একজন প্রোলট্রি ব্যবসায়ী ছিল। এদের মধ্যে প্রোলট্রি ব্যবসায়ী মিলন সরকার (২২) ঘটনাস্হলেই মারা যান। তিনি পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া এলাকার সেকেন্দার আলীর পুত্র।
ড্রাইভার দেলোয়ার ও হেলপার মাসুম কে গুরুতর আহত আবস্হায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকাপটি এরশাদ নগর থেকে রেলপথের অন-অনুমোদিত এই লেভেল ক্রসিং গেট অতিক্রম করে ঝাউপাড়ার দিকে যাচ্ছিল বলে জানা যায়।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।