পার্বতীপুরে দাড়ানো ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, থেতলে গেল যাত্রীর হাত

দিনাজপুরের পার্বতীপুরে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় এক যাত্রীর হাত থেতলে গেছে। এতে  ওই ট্রেনটির একটি বগির নিচের অংশে ফাটল ধরেছে।

বৃহস্পতিবার, ১৯ মার্চ দুপুরে পার্বতীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলামের বাড়ী দিনাজপুরের কাহারোল উপজেলার তারগ্রামে। তার বাবার নাম মো. রজব আলীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে পঞ্চগড় থেকে সান্তাহারগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি স্টেশনের উন্নয়ন কাজে ব্যবহৃত ইটবাহী ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি বগির নিচে ফাটল দেখা দেয়। এছাড়া বগি ও ট্রাক্টরের চাপায় ওই যাত্রীর হাত থেতলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানিয়া আক্তার জানান, ওই যাত্রীর ডান হাতের কনুই পর্যন্ত পুরোপুরি থেতলে গেছে।

আহত রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএম/রাতদিন