দিনাজপুরের পার্বতীপুরে মাটির নীচে লুকিয়ে রাখা রেলপথের ফিসপ্লেট উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে চুরি হওয়া এসব ফিসপ্লেট কেউ লুকিয়ে রাখতে পারে বলে অনুমান করছে রেলপুলিশ।
বুধবার, ২ ফেব্রুয়ারি পার্বতীপুর-খুলনা রেলপথ সংলগ্ন চান্দাপাড়া এলাকায় চাষাবাদকৃত একটি জমির মাটির নীচ থেকে এগুলো উদ্ধার করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চীফ ইন্সপেক্টর সরদার মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার তারা মোবাইলের মাধ্যমে জানতে পারেন যে, পার্বতীপুর-খুলনা রেলপথ সংলগ্ন পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায় মোঃ রাশেদুল হক তার ধানী জমি ট্রাক্টর দিয়ে চাষ করার সময় রেলপথের ফিসপ্লেট মাটির নীচ হতে বের হয়ে এসেছে।
খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই বাবুল শেখ এর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলপথে ব্যবহৃত ১২ টি ফিসপ্লেট উদ্ধার করে। তবে কে বা কারা এগুলো চুরি করে রেখেছে তা জানা সম্ভব হয় নি।
মধ্যপাড়াগামী রেল লাইন হতে শতাধিক ফিসপ্লেট হারিয়েছে বলে পার্বতীপুর রেলওয়ের এসআই মোঃ আল আমিন জানান।
উদ্ধারকৃত ফিসপ্লেট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে এবং ঘটনাটি ডাইরি ভুক্ত করা হয়েছে।