পার্বতীপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ, হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম

দিনাজপুরের পার্বতীপুর মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ ও বাস মালিক সমিতি।

মঙ্গলবার, ২৫ অক্টোবর বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

হামলার প্রতিবাদে বাস মালিক সমিতির ডাকে মঙ্গলবার, ২৫ অক্টোবর সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় পার্বতীপুর পৌরসভা শহরের গুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা গেছে, ওইদিন রাত আনুমানিক ১২টার দিকে ফয়জার রহমান গুলপাড়ায় প্রভাষক আবেদের বাড়ির কাছ থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে তিনি হামলার শিকার হন। সেখানে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কোপাতে থাকলে তিনি দুজনকে লাথি মেরে ফেলে দেন। এতে হেলমেট পড়া ওই দুই হামলাকারীর একজনের হেলমেট খুলে মাটিতে পড়ে যায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটেন।

মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক।

বিষয়টি নিয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত হামলার কথা শুনেছেন বলে জানান। তিনি বলেন, থানায় কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসএ/রাতদিন