দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিনা টিকেটের যাত্রী ধরতে ব্লক চেকিং করা হয়েছে। বিভিন্ন ট্রেনে যাতায়াতকারী অবৈধ যাত্রীদের আইনের আওতায় আনার জন্য এই চেকিং করা হয়।
বুধবার, ৫ অক্টোবর দিনব্যাপি চলা এই ব্লক চেকিং এর সময় ১৭০ জন বিনা টিকেটের যাত্রীর কাছ থেকে ভাড়া সহ জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, বুধবার দিনব্যাপি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এই অভিযান চালানো হয়। পাকশী রেলওয়ের এইই এ কে এম সালেহ একরাম ও সান্তাহারের টিআই (সি) মোঃ হাবিবুর রহমান নেতৃত্বে পরিচালিত ব্লক চেকিং এর সময় বিভিন্ন ট্রেনে বিনা টিকেটে ভ্রমণকারী ১৭০ জন যাত্রীর জরিমানা করা হয়।
তাঁদের কাছ থেকে সর্বমোট ২৮ হাজার ৮১০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ১৯ হাজার ৯১০ টাকা ভাড়া বাবদ ও ৮ হাজার ৯০০ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়।
ব্লকচেকিং এর সময় ৩ জন টিটিই ভাড়া ও জরিমানার এই টাকা আদায় করেন বলে স্টেশনের টিটিই ইনচার্জ রায়হান কবীর জানিয়েছেন।
এসএ/রাতদিন