রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার, ২০ জানুয়ারি উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেডের তত্ত¡াবধানে ৩৪ ইস্ট বেঙ্গল (মেক.) ও ১০ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ মেজর আব্দুল্লাহ আল মামুন, শিশু বিশেষজ্ঞ লে. কর্ণেল কামরুন নাহার, গাইনী বিশেষজ্ঞ লে. কর্ণেল জিনিয়া সুলতানা, সার্জারী বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোছাদ্দেক হোসেন, ফিমেল মেডিকেল অ্যাসিসটেন্ট সৈনিক পপি আক্তারের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল চার শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাপত্র প্রদান করেন।
ক্যাপ্টেন (অ্যাডমিন) কামরুল ইসলাম জানান, করোনার পর থেকেই সেনাবাহিনীর তত্ত¡াবধানে সাপ্তাহিক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। এর আগে বদরগঞ্জ, তারাগঞ্জ ও রংপুর সদর উপজেলায় চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এইচএ/রাতদিন