স্থানীয় এমপি সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে ৫’শ টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। মসজিদগুলো ধর্মপ্রাণ মুসল্লীদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় কাজে আরও সুবিধা নিশ্চিত করবে।
আজ শনিবার, ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বাড়ীর পাশে লালদিঘী বাজারে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ওই কথা বলেন তিনি।
স্পীকার বলেন, ‘পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি বিশেষায়িত এ মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে। ফলে মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়তে মডেল মসজিদগুলো ভূমিকা রাখবে। প্রতিটি মডেল মসজিদ নির্মানে প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে।’
এর আগে তিনি পীরগঞ্জের ফতেপুরে প্রধানমন্ত্রীর স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে স্পীকার ৯ নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদে ২৫ জন মহিলার জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন।
এ সময় ইউএনও টি এম এ মমিন, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, আ’লীগ নেতা মোনায়েম সরকার মানু, ভাইস চেয়ারম্যান শাফিউর রহমান মিলন, উপজেলা আ’ লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক রাঙ্গা উপস্থিত ছিলেন।
এনএইচ/রাতদিন