পীরগাছায় আটক নৌকার প্রার্থী জরিমানা দিয়ে ছাড়া পেলেন

প্রিজাইডিং অফিসারকে লাঞ্চিত ও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে রংপুরের পীরগাছায় আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মাহমুদ মিলনকে আটক করেছে পুলিশ।

সোমবার, ১৮ মার্চ ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোটগ্রহণ চলাকালে ৪২ নম্বর কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান আবদুল্লাহ আল মাহমুদ মিলন। এসময় তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজওয়ানুল হাসান চৌধুরীকে লাঞ্চিত করেন। ওই কেন্দ্র থেকে যান পাওটানা হাট কলেজ কেন্দ্রে। সেখানেও তিনি ভোটে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

পরে ওই কেন্দ্র থেকে রংপুর সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার শর্মা মিলনকে আটকের নির্দেশ দেন। নির্দেশের পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রিজাইডিং অফিসার রেজওয়ানুল হাসান চৌধুরী বলেন, ‘জোর করে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন নৌকার প্রার্থী। আমি বাধা দিলে তিনি আমাকে লাঞ্চিত করেন।’

জানা গেছে, ইতোমধ্যে ওই প্রার্থীকে শোকজ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ভ্রাম্যমান আদালত মিলনের ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচএ/রাতদিন