রংপুরের পীরগাছায় আলোচিত ফিরোজ মিয়া ফেরেস হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে স্থানীয়রা। একই সাথে উপজেলার কান্দি ইউনিয়নকে মাদকমুক্ত করারও দাবি করা হয়।
রোববার, ১৭ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষ অংশ নেন। ব্যবসায়ীরাও নিজেদের দোকানপাট বন্ধ রেখে সেখানে যোগ দেন। সমাবেশে বক্তব্য দেন নিহত ফেরেসের পিতা আমির উদ্দিন ও স্ত্রী জরিনা বেগম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, কান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলম, কান্দিরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সানা, কান্দি আর আই ফাজিল মাদ্রাসর অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
আরো বক্তব্য দেন কান্দি কাবিলাপাড়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শফি উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সহকারি শিক্ষক নুরুল ইসলাম ফুল মিয়া, মোখলেছুর রহমান, সাহাব উদ্দিন মৃধা, সমাজ সেবক মোজাহারুল ইসলাম সানু, লুলু মিয়া।
বক্তারা অবিলম্বে ফেরেস হত্যা মামলাটি দ্রæতবিচার আইনের আওতায় এনে অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। একই সাথে কান্দি ইউনিয়নকে দ্রæত মাদকমুক্ত করার আহŸান জানান।
প্রসঙ্গত কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া ফেরেস (২২) গত ৭ ফেব্রæয়ারি নিখোঁজ হন। নিখোঁজের পাঁচদিন পর গত সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তার মরদেহ মাটি খুঁড়ে বের করে আনে কয়েকটি কুকুর।
এ ঘটনায় পীরগাছা থানা পুলিশ নিহত ফেরেসের চার বন্ধুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এমএইচ/রাতদিন