পুরুষদের ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার

ইতিহাসের পাতায় নাম তুলতে যাচ্ছেন ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার মহিলা আম্পায়ার ক্লাইরি পেলোসাক। পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পোলোসাক।ওই ফাইনালে মুখোমুখি হবে নামিবিয়া-ওমান। খবর বাসস’র।

২০১৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন পোলোসাক। এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। গত বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড-ভারতের সেমিফাইনালেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন পোলোসাক।

২০১৭ সালেও অস্ট্রেলিয়ার পুরুষদের ঘরোয়া আসরে আম্পায়ারিং করেছিলেন তিনি।

পোলোসাক বলেন, ‘ক্রিকেটে মহিলারা আম্পায়ারিং করতে পারবেন না এমন কোন কারন নেই। তবে এখন আমি রোমাঞ্চিত ও ভাগ্যবান। প্রথম মহিলা হিসেবে পুরুষদের ক্রিকেটে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। মহিলা আম্পায়ারদের বিশ্ব জুড়ে ছড়িয়ে দেয়ার দারুণ এক উদ্যোগ এটি।’

এনএইচ/রাতদিন