কুড়িগ্রামে সারাশি অভিযানে নাশকতায় বিএনপি-জামাতের কর্মীসহ বিভিন্ন মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বেশিরভাগ নাশকতার মামলার আসামী।
মঙ্গলবার,২৯ অক্টোবর কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার রাতে জোলার বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালিয়ে নাশকতাসহ নিয়মিত মামলা ও মাদকের ওয়ারেন্টভুক্ত ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান তিনি আরো জানান, সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহণ করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।
এন এ/রাতদিন