সোমবার, ১৮ ফেব্রুয়ারি রংপুর পুলিশ লাইন মাঠে শুরু হয়েছে পুলিশের রংপুর রেঞ্জ ক্রিকেট প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম।
পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বলেছেন, শরীর ও মন সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পুলিশ বাহিনীকে নিয়মিত খেলাধুলা করে শরীর সুস্থ্য রাখতে হবে। পুলিশ বাহিনীর মধ্যে অনেক ভালো ক্রিকেটার রয়েছে। খেলার মধ্যে দিয়ে তাদের যোগ্যতা প্রমানের সুযোগ রয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রিকেট সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মো. আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ প্রমূখ।
জানা গেছে, প্রতিযোগিতার ক গ্রুপে পুলিশের কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলা দল অংশ নিচ্ছে। আর রংপুর, গাইবান্ধা, আর আর এফ রংপুর ও ঠাকুরগাঁও জেলা দল অংশ নিচ্ছে খ গ্রুপে।
এমএইচ/রাতদিন