পূজোয় বাগড়া দিতে পারে বৃষ্টি, রংপুর বিভাগে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা

পূজোর মুখে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ দেখা দিয়েছে। নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার কথা থাকলেও তা বাংলাদেশ উপকূলের দিকে সরে আসছে। তাই শুধু হালকা থেকে মাঝারি নয়, ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে দেশজুড়ে।

বুধবার, ২১ অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আলিপুর আবহাওয়া দফতরের প্রাপ্ত তথ্য থেকে এমনটা জানা গেছে।

এর ফলে ষষ্ঠী থেকে দশমি পর্যন্ত দেশজুড়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হলেও রংপুর বিভাগে এর প্রভাব পড়তে পারে আগামী শুক্রবার থেকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। সেটি ক্রমে শক্তিশালী হবে। প্রাথমিকভাবে নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরবে। ৪৮ ঘণ্টা পর উত্তর-উত্তরপূর্বে এগোবে। এই গতিপথ ধরায় বাংলাদেশ সংলগ্ন উপকূলের দিকে নিম্নচাপ সরে আসতে পারে। ফলে এসময়টিতে প্রচুর বৃষ্টিপাতের আশংকা করছে অধিদপ্তর।

প্রাপ্ত তথ্যমতে, এই ক’দিন দেশের দক্ষিণ-পশ্চিম, মধ্যাঞ্চল ও উত্তরপূর্ব অঞ্চলে হালকা থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে রংপুর বিভাগে আগামী শুক্রবার, ২৩ অক্টোবর হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে শনি ও রবি এই দু’দিন হালকা থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বিভাগজুড়ে।

অবশ্য দশমীর দিনে বৃষ্টিপাতের প্রকোপ কম থাকতে পারে- এমন আশার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেএম/রাতদিন