পেঁয়াজের দাম কমবে ২-৩ দিনের মধ্যে: রংপুরে বানিজ্যমন্ত্রী

বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,  ২-৩ দিনের মধ্যে পেঁয়াজের কিছুটা দাম কমতে শুরু করবে আর এ মাসের শেষ নাগাদ দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে এলে দাম কমে আসবে।

শুক্রবার, ৮ নভেম্বর সকালে রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত রংপুর ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন, যেসব দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয় সেসব দেশেও পেঁয়াজের দাম বেড়ে গেছে, ভারতে এখন পেঁয়াজ ৮০ রুপিতে বিক্রি হচ্ছে।

আলাপকালে তিনি জানান, নিয়মিত বাজার ফলোআপ করার  জন্যে মন্ত্রনালয়ের একজন ডেপুটি সেক্রেটারীকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতি দিনেই তারা বাজার মনিটর করছে, দাম ঠিক করছে। আমরা চেষ্টা করছি দামটা ৮০-৮৫ টাকার মধ্যে রাখতে।

তবে অতি দ্রুত এ সংকটের অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

জেএম/রাতদিন