প্রতিষ্ঠাতার পোষ্ট ভুলে ডিলিট করলো ফেসবুক!

মার্ক জাকারবার্গ। চেনেন নিশ্চয়। ফেইসবুকের প্রতিষ্ঠাতা তিনি। ফেইসবুক তার নিজের প্রতিষ্ঠান। অথচ ভুল করে তারই কিছু পোষ্ট ডিলিট করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

জনপ্রিয় এই সংবাদমাধ্যমের এক মুখপাত্রের বিবৃতিতে জানা গেছে, ফেইসবুক তার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কিছু পোস্ট ডিলিট করে দিয়েছে। ওই পোস্টগুলো জাকারবার্গ করেছিলেন ২০০৭ ও ২০০৮ সালে। ওই দুই বছরে করা তার সব পোস্ট ভুলে ডিলিট করেছে ফেইসবুক।



বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিলিট করা পোষ্টগুলো ফিরিয়ে আনার বিষয়টি জটিল এবং আদৌ ফিরিয়ে আনা যাবে কিনা সেটাতেও সন্দেহ রয়েছে। তাই তারা আর সেগুলো ফেরত আনার চেষ্টা করেনি। তবে প্রতিষ্ঠানটি জানাচ্ছে, ওই পোস্টগুলো এখনও প্রতিষ্ঠানের ব্লগ এবং নিউজরুমে পাওয়া যাবে।

এর আগে ২০১৮ সালের এপ্রিল মাসে জাকারবার্গের অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে পাঠানো বার্তাগুলো ম্যাসেঞ্জার ইনবক্স থেকে অদ্ভুতভাবে গায়েব হয়েছে।

পোস্টের কমেন্টসগুলো অনেক আগেই গায়েব হয়ে গেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে।

ফেইসবুক তাদের প্রাইভেসি নিয়ে বেশকিছু দিন থেকেই সমালোচনার মুখে রয়েছে। একের পর এক গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়াসহ বেশ কিছু কারণে কিছুটা হলেও চাপে রয়েছে ফেইসবুক। আর ইউরোপে এই চাপ ক্রমাগত বাড়ছে। সুত্র: এইচএএনএস।

আরআই/রাতদিন