রংপুর মেট্রোপলিটন পুলিশ এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ কমিশনার। আগামী সোমবার, ১৬ সেপ্টেম্বর বর্ষপূর্তির প্রাক্কালে এই শুভেচ্ছা জানালেন তিনি।
শনিবার, ১৪ সেপ্টেম্বর পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন এলাকায় বসবাসরত সকল সম্মানিত নাগরিককে সেবা গ্রহনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পুলিশের এই বিভাগটির এক বছর পুর্তি হবে আগামী সোমবার, ১৬ সেপ্টেম্বর।
প্রসংগত বিগত এই বছরটিতে তারা জটিল ও রহস্যাবৃত মামলার জট খুলেছে দ্রুত, রহস্য উম্মোচন করে দীর্ঘ মেয়াদী মামলাকে করেছে সংক্ষিপ্ত। মাদক উদ্ধার ও কারবারিকে গ্রেফতার করেছে একাধিক। একের পর এক সাঁড়াশি অভিযানে লন্ডভন্ড করে দিয়েছে মাদকের আস্তানা। অপহৃত নবজাতক উদ্ধার, দেশী-বিদেশী টাকা, চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ নানা সাফল্যের কাহিনীতে নিজেদেরকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।