প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন, করোনা প্রতিরোধে পদক্ষেপ জানতে চাইলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এসময় প্রায় ১৫ মিনিট কথা হয়েছে।

বুধবার, ২২ জুলাই দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম জানান, কুশল বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও এর মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ নেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ইহসানুল করিম আরও জানান, এরপর ইমরান খান শেখ হাসিনার কাছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

জেএম/রাতদিন