প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরের অবস্থা জানালেন দেবী শেঠী

ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। সোমবার, ৪ মার্চ প্রধানমন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ডা. শেঠী।

সেতুমন্ত্রীর চিকিৎসার জন্য দ্রুত বাংলাদেশে আসায় ডা. শেঠিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এসময় ওবায়দুল কাদেরকে চিকিৎসা দেয়া বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে ওই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশি চিকিৎসকরা অনেক ভালো কাজ করেছেন। উন্নত দেশগুলোতেও এর বেশি আশা করা যায় না।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী ভারতীয় ওই চিকিৎসককে বলেন,  আপনার মতামত জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।

এ সময় ডা. দেবী শেঠী প্রধানমন্ত্রীকে বলেন, যখনই আপনি ডাকবেন আমি তখনই বাংলাদেশে আসব।

এর আগে ওবায়দুল কাদেরকে দেখতে সোমবার একটি চার্টার্ড প্লেনে ঢাকায় আসেন ডা. দেবী শেঠী।

এইচএ/রাতদিন