প্রার্থীর পক্ষ নেয়ায় তানোর থানার ওসি প্রত্যাহার

উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে রাজশাহীর তানোর থানার ওসি রেজাউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক তাকে প্রত্যাহারের আদেশ দেন রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহ।

এসপি মো. শহিদুল্লাহ বলেন, চিঠি হাতে পাওয়ার পরই ওসিকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে।

যুগান্তর অনলাইনের খবরে বলা হয়, তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না ও ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম।

বুধবার সকালে শরিফুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট আশরাফুল হক তোতা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নানা হুমকি-ধামকি ও মারধরের অভিযোগ করা হয়।

এ নিয়ে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এইচএ/রাতদিন