দিনাজপুরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাতে ৪ জন মারা গেছেন। উপশহরের ৮ নম্বর নিউটাউন ফুটবল খেলার মাঠে হতাহতের এ আহত হয়েছেন অন্তত ৫ জন।
আজ সোমবার, ২৩ আগষ্ট বিকেল সাড়ে ৩ টার দিকে বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃষ্টির মধ্যে ৮ নম্বর নিউটাউন ফুটবল খেলার মঠে স্থানীয় কয়েকজন বালক ফুটবল খেলছিল। হঠাৎ বজ্রাপাতের ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন বালক মারা গেছেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ২ জন । তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
জেএম/রাতদিন