বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী একটি পবিত্র দিন: হেফাজত আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আমাদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী একটি পবিত্র দিন। এই পবিত্র দিনকে অপবিত্র করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করি। আমরা সরকার বিরোধী নই। যারা মুসলমানের শত্রু, যারা আল্লাহ ও রাসুলের দুষমন, যারা বিনা বিচারে মাদ্রাসাছাত্রদের গুলি করে হত্যা করে আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে।’

পুলিশ-ছাত্র সংঘর্ষে হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় ছাত্র নিহতের প্রতিবাদে আজ শুক্রবার, ২ এপ্রিল জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী মাদ্রাসা সম্মুখস্থ ডাকবাংলো চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জুনায়েদ বাবুনগরী আরো বলেন, ‘আমরা দেশকে ভালবাসি। দেশের স্বাধীনতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা জুমার খুৎবায় দেশের জন্য দোয়া করি। আমাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে। এই আন্দোলন চলতে থাকবে।’

তিনি বলেন, ‘গত ২৬ মার্চ পুলিশের বর্বরোচিত হামলায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যে ৩৬ জনের নামে মামলা হয়েছে সেগুলোসহ হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

এবি/রাতদিন

মতামত দিন