তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার আগামী ১২ মে’র মধ্যে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হবে।’
আজ সোমবার ১১ মার্চ সচিবালয়ে বাংলাদেশ বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘আসছে ১২ মে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের ১ বছর পূর্তি হতে যাচ্ছে। আগামি ১২ মে নাগাদ বাংলাদেশের সব টেলিভিশনের সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে করা হবে । শুরুতে তিন মাস এর সুবিধা বিনামূল্যে পাবে টেলিভিশন চ্যানেল গুলো ।
তথ্যমন্ত্রী আরো বলেন,প্রথমে ফাইবার অপটিক ক্যাবল দ্বারা সজিব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশন গাজীপুরে নিয়ে যাওয়া হবে । তারপর আপলিঙ্ক করে পরবর্তীতে ডাউন লিঙ্ক করা হবে ।
সবার সাথে আলোচনা করে দর নির্ধারণ করা হবে বলে তিনি জানিয়েছেন ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব আব্দুল মালেক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এটকোর সদস্য ইকবাল সোবহান চৌধুরী এবং একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ।