বাংলাদেশের সিরিজ জয় সাথে ট্রফির হ্যাট্রিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে এই দলের বিপক্ষে পরপর তিন সিরিজে ট্রফি জেতার রেকর্ড করল টাইগার দল। এর আগের দুই সিরিজে জয় পায় ২০১৮ সালে।

আজ শুক্রবার, ২২ জানুয়ারি শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে  ১৪৮ রানে ৪৩.৪ ওভারে অলআউট হয়ে যায়  ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের সংক্ষিপ্ত স্কোর: ৪৩.৪ ওভারে ১৪৮/১০ (রোভম্যান পাওয়েল ৪১, কেজর্ন ওটলি ২৪, এনকেরুমা ২০; মিরাজ ৪/২৫, মোস্তাফিজ ২/১৫, সাকিব ২/৩০)।

এরপর ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে তিন উইকেটের বিনিময়ে জয়সূচক ১৪৯ করে বাংলাদেশ। এতে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোর: ৩৩.২ ওভারে ১৪৯ (তামিম ৫০, সাকিব ৪৩*,লিটন ২২, শান্ত ১৭, মুশফিক ৯*)।

ফলাফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া দ্যা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি, রেমন রিফার, আলজারি জোসেফ, আকিল হোসেন।

আরআই/রাতদিন

মতামত দিন