নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত মোকাবেলায় তালবীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে।
সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ওই কর্মসূচি গ্রহন হয়।
সোমবার, ২৮ অক্টোবর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নে ওই তালবীজ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া। পরে প্রধান অতিথি ইউএনও নিজ হাতে তালবীজ রোপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, সংশ্লিষ্ট ইউপি’র সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাতামধুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হামুরহাট থেকে গগণপাড়া পর্যন্ত রাস্তার পাশে দেড় কিলোমিটার অংশে দুই হাজার পাঁচ শত তালবীজ রোপন করা হবে।
এনএইচ/রাতদিন