২০২০ সালের বিশ্বের ধনী দেশগুলোর তালিকা করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যের আলোকে ওই তালিকা করেছে ম্যাগাজিনটি।
ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
১৯১টি দেশকে নিয়ে এই তালিকা করা হয়েছে। পিপিপি জিডিপি ৫ হাজার ২৮ ডলার নিয়ে বাংলাদেশের অবস্থান ১৪৩তম।
ভারতের অবস্থান বাংলাদেশের চেয়ে ১৯ ধাপ এগিয়ে। পিপিপি জিডিপি ৮৩৭৮ ডলার নিয়ে ১২৪তম অবস্থানে রয়েছে দেশটি।
পাকিস্তানের অবস্থান ১৩৮তম। পিপিপি জিডিপি ৫৮৭২ ডলার নিয়ে দেশটি বাংলাদেশের চেয়ে ৫ ধাপ এগিয়ে।
আরআই/রাতদিন