ওয়াকার আলী। সে দিল্লি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।
আর্থিক অবস্থা স্বচ্ছল নয় তার। এরপরও সে ভারতের নরেন্দ্র মোদির ‘ইলেক্ট্রিক মোবিলিটি’ স্বপ্ন পূরণ করতে চায়।
তাই একটি উন্নতমানের বাইক তৈরি করেছে ওয়াকার। এতে খরচ হয়েছে ৭২ হাজার রূপি। ল্যাপটপের চার্জারেও সহজেই চার্জ দেওয়া যায় বাইকটি।
বাইকটির নাম দেয়া হয়েছে মোদি ‘এমওডিআই’ (মুড অব ডেভলোপিং ইন্ডিয়া)।
এর আগে মোদির নামে জ্যাকেট তৈরী হয়েছিল। আর এবার তার নামে ইলেকট্রিক বাইক তৈরি করলো ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র। সূত্র : ফিনান্সিয়াল এক্সপ্রেস
এমএইচ/১০.০২.১৯