১০ মাস বয়সের শিশু মুরাদ ইসলাম। বেশ কিছুদিন ধরে থাকতো নানার বাড়ীতে। অন্যান্য দিনের মতো সেদিনও রান্নাঘরে রান্না চলছিলো, মুরাদ বারান্দায় খেলছিলো। রান্না শেষ করে সবাই বাড়ি থেকে বের হয়ে গেলে চুলার আগুন লেগে যায় রান্নাঘরে। পুড়ে যাওয়া রান্নাঘরের সাথে আগুনে ভস্মীভূত হয়ে যায় শিশু মুরাদ।
এমনি এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দরে।
উপজেলার আব্দুলপুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামে মঙ্গলবার, ২০ আগস্ট এই ঘটনা ঘটে।
নিহত মুরাদ ইসলাম তেলীপাড়া গ্রামের দিনমজুর মো. আলমগীর ইসলামের ছেলে।
পরে এলাকাবাসী আগুন নেভালে পুড়ে যাওয়া রান্নাঘর থেকে শিশু মুরাদের ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়।
জলজ্যান্ত রেখে যাওয়া সন্তানের ছাই হওয়া লাশ পেয়ে মাকসুদা বেগম দুলালীর কান্না আর আহাজারীতে ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি।