বাড়ীতে প্রকাশ্যে মাদক সেবন, সৈয়দপুরে যুবকের কারাদন্ড

মাদক সেবনের দায়ে নীলফামারীর সৈয়দপুরে যুবকের এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার, ৯ আগষ্ট ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই কারাদন্ডাদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের বাঁশবাড়ি হানিফ মোড় এলাকার মো. আজিজার রহমানের ছেলে রবিউল ইসলাম খোকন (৩৩)। এক সময় সে বন্ধু-বান্ধবদের পাল্লায় পড়ে সঙ্গদোষে গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ে।  বাবা-মাসহ পরিবারের সদস্যরা তাকে মাদকের করাল গ্রাস থেকে ফেরাতে অনেক চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হন।

এদিকে ঘটনার দিন নিজ বাড়িতে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিল খোকন। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে খোকনকে হাতেনাতে আটক করে।

তাঁকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে খোকন তার অপরাধ স্বীকার করে। পরে গাঁজা সেবনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার, ১০ আগষ্ট তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা গাঁজাসেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক যুবককে এক বছরের কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এনএইচ/রাতদিন