ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে খলিল মিয়া নামের ২৫ বছর বয়সী এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের শমসের আলীর ছেলে।
মঙ্গলবার, ১৫ জানুয়ারি ভোরের দিকে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তের কাছে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে বলে বিজিবি ও সীমান্ত সূত্রগুলো জানিয়েছে।
জানা গেছে, ভোরের দিকে অবৈধভাবে বালাপাড়া সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভুজারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে যায় বিএসএফ।
বিজিবির বালাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ ফেরৎ চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করবে বিএসএফ’।
এএইচ/১৫.০১.১৯