বিকাশ অ্যাপে ‘সেন্ড মানি’ খরচ বাড়লো

অ্যাপ দিয়ে সেন্ড মানি ও ক্যাশ আউট এর ক্ষেত্রে নতুন সার্ভিস চার্জ চালু করেছে বিকাশ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

এতদিন অ্যাপ দিয়ে সেন্ড মানি করতে বাড়তি কোনো খরচ হতনা। এখন থেকে অ্যাপ দিয়ে সেন্ড মানি’র ক্ষেত্রে চার্জ (প্রতি মাসে) প্রথম ৫ বার ফ্রি। পরবর্তী প্রতিবার ৫ টাকা করে খরচ হবে।

এছাড়া অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জ এতদিন ১.৫% ছিল, ফলে প্রতি ১০০০ টাকা ক্যাশ আউট করতে গ্রাহকদের ১৫ টাকা খরচ হত। এখন থেকে এই চার্জ বৃদ্ধির কারণে অ্যাপ দিয়ে ক্যাশ আউট করতে ১.৭৫% চার্জ হবে, ফলে প্রতি ১০০০ টাকা ক্যাশ আউট করতে ১৭.৫ টাকা খরচ হবে।

আর এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে প্রতি হাজারে সাড়ে ১৮ টাকা খরচ হবে।

জেএম/রাতদিন