ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের ৮ আসনের ৭টি-ই পেয়েছে বিজেপি আর বাকি ১টি কংগ্রেসের দখলে। রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস এখানে কোনো আসনেই জিততে পারেনি। তেমনিভাবে শূন্যই থেকে গেল একসময়ের প্রভাবশালী শাসকদল বামফ্রন্টও। তারাও এখানে কোনো আসনে জিততে পারেনি।
উত্তরবঙ্গজুড়ে বিজেপির জয়জয়কারে তারা ধরে রেখেছে গতবারের দার্জিলিং আসনটি। আর নতুন করে জিতেছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রায়গঞ্জ, বালুরঘাট ও মালদা এই ৬ আসনে।
অবশিষ্ট ১ টি আসনে জিতেছে কংগ্রেস প্রাথী। মালদা দক্ষিন কেন্দ্রটিই শুধুমাত্র কংগ্রেসের দখলে রইল।
উত্তরবঙ্গের ৭ আসনে বিজয়ী বিজেপি প্রার্থীরা হলেন:
কোচবিহারে নিশীথ প্রামাণিক, দার্জিলিংয়ে রাজু বিস্ত, জলপাইগুড়িতে ডা: জয়ন্ত কুমার রায়, আলিপুরদুয়ারে জন বার্লা, রায়গঞ্জে দেবশ্রী অধিকারী, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদা উত্তরে খগেন মূর্মু।
শুধুমাত্র মালদা দক্ষিনে জিতেছে কংগ্রেস প্রার্থী আবু হাসেম চৌধুরী।
আরআই/রাতদিন