এখন থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোর সব ধরনের অনুষ্ঠানে শিক্ষার্থীরাই উপস্থাপকের দায়িত্ব পালন করবে। পাশাপাশি তিন মাস পর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ক্যাপ্টেন পরিবর্তন করতে হবে কর্তৃপক্ষকে।
বিষয়টি নিয়ে আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বুধবার, ৬ ফেব্রুয়ারি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে পরিপত্র জারির পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সব অনুষ্ঠান শিক্ষার্থীরাই উপস্থাপনা করবে। নেতৃত্ব তৈরি, তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন অভিযানে শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে। তারা পরিকল্পনা তৈরি করবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে। শিক্ষকরা তাদের পরামর্শ ও নির্দেশনা দেবেন বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, এসডিজি-৪ বাস্তবায়নে শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়কে কিছুদিন আগে একটি প্রস্তাব দেয় মাউশি। এরই প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবি/০৬.০২.১৯