বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে মারা গেলেন মা

ঠাকুরগাঁওয়ের বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সন্তান, তাকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুতায়িত হন।

বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফরোজা বেগম (৫৫) উপজেলার বলিদ্বারা ক্লিনিকপাড়ার মনু মিয়ার স্ত্রী ও অন্যজন তার ছেলে আব্দুল কাদের (৩২)।

জানা যায়, বিকালে আব্দুল কাদের ফসলি জমিতে পানি দিতে যান। এসময় পানির পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে কাদেরের মা আফরোজা বেগম ছেলে কাদেরকে সেখানে পড়ে থাকতে দেখে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয়রা মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

রানিশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিওশর ওই কর্মকর্তা জানান, অবিলম্বে একটি অপমৃত্যু মামলা করা হবে।

জেএম/রাতদিন