যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে লালমনিরহাটের পাটগ্রামে।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি শোক র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়।
শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এম পি, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম, পৌর মেয়র শমসের আলী, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি পূর্ণ চন্দ্র রায়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেএম/রাতদিন