এবার ঈদের দিনে বিনোদনের নামে ঘোরাঘুরির বা কোনো বিনোদন কেন্দ্রে জমায়েত হওয়া যাবে না। অনুরোধ করবো, আপনারা ঘরেই থাকবেন। এমনটাই জানিয়েছেন পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার, ২২ মে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও চলমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে র্যাব এর গৃহীত আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা ব্যবস্থাদি নিয়ে অনলাইনে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
তিনি বলেন, এবার একেবারেই ভিন্ন এক প্রেক্ষাপটে। আমরা দেশবাসী পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করতে যাচ্ছে। এখন প্রায় প্রত্যেকটি জেলা করোনা আক্রান্ত। তার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাত। দেশবাসীকে অনুরোধ করবো ঈদের দিনে কেউ ঘোরাফেরার জন্য বাহিরে বের হবেন না। আপনারা ঘরে থাকুন আপনাদের জন্য আমরা আছি বাহিরে।
তিনি আরো বলেন, আর ঈদের দিন বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থানগুলোতে র্যাবের নজরদারি থাকবে। জমজমাট উদযাপন না হয় অন্য কোনো ঈদে করা যাবে।
এনএ/রাতদিন