নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বোরচিত নির্যাতন, সিলেট-নারায়ণগঞ্জ-খাগড়াছড়িসহ দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা ও নিপীড়ণের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার, ৬ অক্টোবর দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদন্ড। আর নয় ধর্ষণ, গড়ে তুলুন আন্দোলন। এমন শ্লোগান লেখা পোস্টার, প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে দেশব্যাপী চলা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রংপুরের বিভিন্ন নারী সংগঠন।
ধর্ষণ ও নিপীড়ণ বিরোধী ছাত্র-জনতার উদ্যোগে সমাবেশে ছাত্রনেতা হানিফ খান সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ পলাশ কান্তি নাগ, রাজনৈতিক সংগঠক সালাউদ্দিন বাবু, অ্যাডভোকেট রায়হান কবীর, ছাত্রনেতা এ কে কাজল অন্ত, আসাদুল্লাহ আল গালিব, ইমরান, নয়ন, আরাফাত, আল-আমিন প্রমুখ।
নেতৃবৃন্দ নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে সংঘটিত নারী ধর্ষণ-নিপীড়ণ ও খুনের বিচার দাবি করেন।
পরে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।
এদিন একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে।