গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক, সাতজন পুলিশ এবং তিনজন আনসার রয়েছেন। বিভাগের দুই করোনা ল্যাবে ৩৭৬টি নমূণা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। এর মধ্যে রংপুর ল্যাবে ২২ জন ও দিনাজপুর ল্যাবে ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। প্রাপ্ত ফলাফলে ২ টি ফলোআপ রিপোর্ট থাকায় নতুনভাবে আক্রান্তের সংখ্যা ২৩।
বৃহষ্পতিবার, ১৪ মে রমেক অধ্যক্ষ ডা: একেএম নুরুন্নবী লাইজু ও এমএআরএমসি অধ্যক্ষ ডা: শিবেস সরকার এ তথ্য নিশ্চিত করেন।
রমেক অধ্যক্ষ জানান, রংপুরের করোনা ল্যাবে এদিন ১৮৮টি নমূণা পরীক্ষা করা হয়। এতে ২২ জনের করোনা পজেটিভ নিশ্চিত হয়।
এর মধ্যে রংপুর জেলার ১৭ জন, লালমনিরহাট ও কুড়িগ্রামে ২ জন করে এবং গাইবান্ধা জেলায় একজন করোনায় আক্রান্ত শনাক্ত হন। রংপুরে আক্রান্তের মধ্যে এ নারী কনস্টেবলসহ ৬ পুলিশ সদস্য, মিঠাপুকুরের একজন নার্স ও এক শিশু, গংগাচড়া উপজেলার ২জন এবং তিনজন আনসার সদস্য রয়েছেন।
এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে এক চিকিৎসকসহ ২জন, কুড়িগ্রামে ২জন ও গাইবান্ধায় ১জন করোনা পজেটিভ নিশ্চিত হয়।
অন্যদিকে দিনাজপুর ল্যাবে মোট ১৮৮টি নমূণা পরীক্ষায় ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে দিনাজপুরের ২ জন এবং পঞ্চগড়ের ১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।
রংপুর বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা: জেড এ সিদ্দিকী জানান, নতুন এই ২৩ আক্রান্তসহ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪০৪ জনে।
জেএম/রাতদিন