গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। রংপুর ও দিনাজপুরের দুই ল্যাবে ২৮২টি নমূনা পরীক্ষায় এদিন নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩শ’ জনে।
শুক্রবার, ৮ মে রংপুরের বিভাগীয় সহকারী পরিচালক ডা: জেড এ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্ত এই ৩৮ জনের মধ্যে রংপুরের ৩১জন, নীলফামারীর ৫জন ও দিনাজপুরের ২ জন রয়েছেন।
এদের মধ্যে রংপুরের করোনা ল্যাবে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন রমেক অধ্যক্ষ ডা: নুরুন্নবী লাইজু। তিনি জানান, রংপুরে আক্রান্ত ৩১ জনের মধ্যে ৩০ জনই মেট্রোপলিটন এলাকার, আক্রান্ত আরেকজন মিঠাপুকুর উপজেলার। এদের মধ্যে রয়েছেন ১১ জন পুলিশ সদস্য।
অন্যদিকে দিনাজপুরের ল্যাবে ৯৪ টি নমূনায় ৭ জনের করোনা শনাক্ত হয় বলে জানান এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফসর ডা: শিবেস সরকার। তিনি জানান, দিনাজপুরের বিরল উপজেলায় ২ জন এবং নীলফামারী সদর, ডিমলা ও জলঢাকা উপজেলার ৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
ফলে শুক্রবার, ৮ মে রংপুর বিভাগের জেলাওয়ারী করোনাআক্রান্তের সংখ্যা দাড়ালো, রংপুর ১২০, পঞ্চগড় ১১, নীলফামারী ৩৮, লালমনিরহাট ১২, কুড়িগ্রাম ৩৩, ঠাকুরগাঁও ২৪, দিনাজপুর ৩৮ ও গাইবান্ধা জেলায় ২৪ জন।
জেএম/রাতদিন