বিভাগে করোনা সংক্রমণ আরও কমলো, মৃত্যুহীন আরও একদিন

রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আজ রোববার সকাল ৮ টা পর্যন্ত বিভাগের সাত জেলায় ৭৮৫ জনের নমুনা পরীক্ষা করে এই আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে সংক্রমনের হার কমে ৩ দশমিক ৪৪ শতাংশে নামলো। অন্যদিকে এই সময়ে বিভাগে কেউ কোভিড আক্রান্ত হয়ে মারা যায়নি।

আজ রোববার, ২৬ সেপ্টেম্বর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান বিভাগে এ পর্যন্ত মোট ১ হাজার ২শ’ ৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৬, ঠাকুরগাঁয় ৫, পঞ্চগড়ে ৪, গাইবান্ধায় ৪, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৩ এবং রংপুর জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৪ হাজার ৬শ’ ৯ জন আক্রান্ত ও ৩২৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১২ হাজার ৩শ’ ৭৯ জন আক্রান্ত ও ২৯১ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৫শ’ ৩ জন আক্রান্ত ও ২৫০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৮শ’ ৪৫ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নীলফামারী জেলায় ৪ হাজার ৪শ’ ৮ জন আক্রান্ত ও ৮৯ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৬শ’ ২৭ জন আক্রান্ত ও ৬৮ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৭শ’ ২৮ জন আক্রান্ত ও ৬৬ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৭শ’ ৪৬ জন আক্রান্ত এবং ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

জেএম/রাতদিন