রংপুর বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ শনাক্ত। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার গিয়ে ঠেকেছে ৪৪ দশমিক ৮৮ শতাংশে।
আজ বুধবার, ২৬ জানুয়ারি দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম।
তিনি জানান, গেল ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এক দিন আগে শনাক্ত হয়েছে আরও ২৮৫ জন করোনা রোগী। নমুনা পরীক্ষার হার বাড়ার সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণের হারও। এর আগের দিন শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ।
বিভাগীয় পরিচালক জাকিরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৮০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ৮৮, রংপুরের ৯০, নীলফামারীর ৫৯, ঠাকুরগাঁওয়ের ৪৮, গাইবান্ধার ২৬, লালমনিরহাটের ২১, পঞ্চগড়ের ১৬, এবং কুড়িগ্রাম জেলার ১১ জন করোনা পজিটিভ হয়েছেন।
বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত ৪৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৬ রোগীকে আইসিইউ-তে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে জানান বিভাগীয় পরিচালক।
এসএস/রাতদিন