বীজতলায় সেচ দিতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই কৃষকের নাম নুর ইসলাম। তার বয়স আনুমানিক ৫৬ বছর।
আজ বৃহস্পতিবার, ৭ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রখানা মাস্টারটরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম ওই এলাকার মৃত এসাহাক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বীজতলায় সেচ দেওয়ার জন্য মোটর ঘরে যান নুর ইসলাম। সেখানে সুইচ দেওয়ার জন্য বোর্ডে হাত দিলে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।