রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে নীলফামারীর একজনসহ নতুন করে বৃহত্তর রংপুরের চার জেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বেশ কয়েকদিন বিরতির পর আজ আবার লালমনিরহাটে ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়।
মঙ্গলবার, ২ জুন সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে নতুন করে রংপুরের ৯, লালমনিরহাটের ৩, গাইবান্ধা ২, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুরের নয় আক্রান্তের মধ্যে মেট্রোপলিটন পুলিশের এক সদস্য, ক্যাডেট কলেজ রোড সর্দারপাড়া এলাকার এক নারী, জুম্মাপাড়ার এক নারী, ধাপ এলাকার এক পুরুষ, মিস্ত্রিপাড়া মিনা বেকারীর এক নারী ও এক যুবক, মিস্ত্রিপাড়া সেলুর মোড়ের এক যুবক, সিও বাজারের এক পুরুষ এবং ইসলামবাগ এলাকার এক পুরুষ রয়েছেন।
এছাড়া কুড়িগ্রামের চিলমারীর এক পুরুষ, গাইবান্ধার পলাশবাড়ির এক নারী, সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক রয়েছেন।
লালমনিরহাটের আক্রান্ত তিনজন হলেন, আদিতমারী উপজেলার এক পুরুষ, লালমনিরহাট সদরের তিস্তা এলাকার একই পরিবারের দুই পুরুষ।
এছাড়াও এদিন নীলফামারীর কিশোরগঞ্জের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে রংপুর ল্যাবে।
জেএম/রাতদিন