বেরোবিতে ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল ও নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার, ৩০ জুলাই বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পার্কের মোড় এলাকায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভ চলাচলে বক্তারা বলেন, ১ বছর মেয়াদের কমিটির এখন বয়স ২ বছর ৪ মাস। এখনও পূর্ণাঙ্গ কমিটিও গঠন করা সম্ভব হয়নি। তাই দ্রুত মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারী দেন বক্তারা।

এসময় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাহিম, রুবেল হোসাইন, মিথিস চন্দ্র, ফজলে রাব্বী, সুব্রত ও জিসান।

এইচএ/রাতদিন