বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার এলাহী হলের নতুন প্রভোস্ট (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীনুর রহমান।
গতকাল বুধবার, ২৫ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয় ।
শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) থেকে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মাদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ) ব্যক্তিগত কারণে অব্যাহতি নেওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন মো. শাহীনুর রহমান।
এইচএ/রাতদিন