বেরোবি শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে মহাসড়কে

করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনার্স চুড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর নগরীর পার্কের মোড়ে এ দাবি জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজী, গণযোগাযোগ ও সাংবাদিকতা, পদার্থ, রসায়ন ও ইইইসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, যখন অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সে সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। শেষ সেমিস্টারে আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আটকে থাকা পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হোক।

আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান এবং দুজন সহকারী প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন। তারা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার জন্য আজ অথবা কালকের মধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে চিঠি দিবেন এমন আশ্বাসের প্রেক্ষিতে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়া হয়।

এবি/রাতদিন