বেশি দামে সিগারেট বিক্রি, পুড়িয়ে জরিমানা ডিলারের

নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখার জন্য পুড়িয়ে ফেলা হয় সিগারেট। ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ডিলারের। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নেভি সিগারেট কোম্পানির ওই ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত ।

শনিবার, ১৫ জুন  আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ এ সাজা দেন। এ সময় বিপুল পরিমাণ নেভি ও সেখ সিগারেট জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

অভিযানের বিষয়ে অমিত দেব নাথ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সিগারেট বিক্রি করার অপরাধে কালিহাতী সদরের নেভি সিগারেট ডিলারের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নেভি ও সেখ সিগারেট জব্দ করে উপজেলা পরিষদ চত্ত্বরে পুড়িয়ে দেয়া হয়েছে।

আরআই/রাতদিন