ব্যবসায় লোকসান, আদিতমারীতে হতাশাগ্রস্ত গরু ব্যবসায়ীর আত্মহত্যা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাদ্দাম হোসেন (২৬) নামে এক  গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ব্যবসায়ে ক্রমাগত লোকসানে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

আজ শুক্রবার, ২০ আগস্ট দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থার তার মৃত্যু হয়।

মৃত ব্যবসায়ী সাদ্দাম হোসেন উপজেলার পশ্চিম ভেলাবাড়ী গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গরু কিনে তা বিক্রি করে সংসার চালাতেন সাদ্দাম হোসেন। ঈদের পর থেকে কিছুদিন টানা লোকসানের মুখে পড়ে তার পুরো পুঁজি নষ্ট হয়ে যায়। এতে হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি।

গতকাল বৃহস্পতিবার, ১৯  আগষ্ট রাতে প্রতিদিনের ন্যায় গরুর হাট থেকে বাড়ি ফেরেন তিনি। রাতের কোন এক সময়ে সবার অজান্তে বিষ পান করেন তিনি।

পরিবারের লোকজন বুঝতে পেয়ে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রংপুর কোতয়ালী থানাকে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

এনএ/রাতদিন

মতামত দিন