ব্যাংকের ঋণ পরিশোধ না করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন, ‘বর্তমানে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এই প্রবণতা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। কেননা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে দেশের সকল ব্যাংকের ভূমিকা অপরিসীম।’

রোববার, ২৫ মার্চ লালমনিরহাটে রুপালী ব্যাংকের ২৬তম জোনাল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরোও বলেন, ‘রুপালী ব্যাংক তাদের ব্যাংকিং সেবা এই জেলার গ্রামীণ জনপদ পর্যন্ত বিস্তৃত করে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখবে।’

ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আতাউর রহমান প্রধান, উপ-ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম খন্দকার, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও চেম্বার অব কর্মাসের সভাপতি সিরাজুল হক প্রমুখ।

এবি/রাতদিন